www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিশ্রী গন্ধ

আজকাল,
পথে ঘাটে নাক চেপে হাঁটা লাগে
আকাশে বাতাসে এক বিশ্রী গন্ধের
সরোবর ।
প্রতিনিয়ত তীরের মত আঘাত করে
-নাসারন্ধ্রে ।
আলগা করতে পারিনা
নাসিক্যের বাঁধন ।
.
উড়ে এসে জুড়ে বসে
নাকের ডগায়
বাস্পে উড়া কালোটাকা ।
সুদের কবলে হারানো রক্তাশ্রুতে
ফোস্কা দিয়ে উঠে মৃত্তিকা ।
তরঙ্গরুপে ধেয়ে আসে
মজলুমের আর্তনাদের, প্রহসনের জ্বালা ।
কুমারীর রক্তাক্ত যোনীতে পাই
বীর্যের সোঁদা গন্ধ,
ছাত্রীর ঠোঁটে লেগে থাকা
গুরুজীর, লালায়িত জিহ্বার লালা ।
.
বমি আসে ওয়াক করে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সায়েম খান ২৪/১১/২০১৩
    চমৎকার লেখা। তবে এতটা খোলামেলাভাবে না লিখলে আরো ভাল হতো। আমার ব্লগে দাওয়াত রইল।
 
Quantcast