www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বরষনে

আজি এ বরষনে
ঝিরি ঝিরি হাওয়া
. . . . . .সুর তুলে যাই মনে ।
.
ব্যাকুল এই মন
কি যেন চাই
. . . . . . . . .প্রতি ক্ষণে ক্ষণে ।
.
কোনসে প্রাণ হিল্লোলে
দুলে উঠে মন কল্লোলে
. . . . . . . . .বাদলা সমীরণে ।
.
এই আঁখিপাত
দেখে গিরিখাত
. . . . . . . .গভীর কলতানে ।
.
বারে বারে মন
দেখে নিবিড় বন
. . . . . .ভিজে যায় বরষনে ।
.
আকুল এই প্রাণে
ছন্দে আর গানে
. . . . . . . .সুর তুলে গুঞ্জনে ।
.
বেদনাবিধূর মন
যায় হারিয়ে
. . . . . . . . . থাকে নিরশনে ।
.
কুসুম ও কোমল
হৃদয়ের ধন
. . . . . . . . . হারায় প্রহসনে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast