www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এক মুঠো ভাত

ছোট্ট একটি দাবি নিয়ে
এসেছি তোর দ্বারে,
ক্ষুধার জ্বালা পেটের মাঝে
শুধুই হাহাকার করে ।
চাইনা বাড়ি, চাইনা গাড়ি
চাইনা ইমারত,
ভাত দিবি কি না বল আজ?
চাইছি কৈফিয়ত ।
এজ্বালা আর সইনা প্রাণে
শূন্য আমার ঘরে,
মহাসুখে বসত করিস
উচ্চ প্রাসাদ গড়ে ।
থালা হাতে আয় হারামি
বুকটা ধড়ফড় করে,
আসব নাকি প্রবল বেগে
অশ্ব-পৃষ্ঠে চড়ে ।
কোমর বেঁধে নামলে শেষে
রুখবে আমায় কে?
বেশিতো কিছু চাইনি আমি
এক মুঠো ভাত দে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একমুঠো ভাত পাই না খেতে গফুর আমিনা তুমি জান না।
    ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাব। কবিতা পড়ে স্মৃতি রোমন্থন ঘটল। বিবেক জাগ্রত করার মতো কবিতা
  • Înšigniã Āvî ০৪/১০/২০১৩
    অসাধারণ
  • নির্ঝর রাজু ০৩/১০/২০১৩
    মনে পড়ে *ভাত দে হারাম জাদা নইলে মানচিত্র খাবো*
    দারুন হয়েছে দাদা !
    ***********নিমন্ত্রন রইল নির্জরের ব্লগ বাড়িতে!
 
Quantcast