বিষন্নতা
সবকিছুই একটি আশাহত ধূসর বর্ণের রংচটা,
জীবনের বাকে বাকে চরম বিষন্নতা, দীর্ঘশ্বাস।
নিয়ম আর শৃঙ্খলিত জীবনে
অবরুদ্ধ দেহ-মন,
চাওয়া এবং প্রাপ্তির মধ্যে নিদারুণ শূণ্যতার আবরণ।
জীবনের বাকে বাকে চরম বিষন্নতা, দীর্ঘশ্বাস।
নিয়ম আর শৃঙ্খলিত জীবনে
অবরুদ্ধ দেহ-মন,
চাওয়া এবং প্রাপ্তির মধ্যে নিদারুণ শূণ্যতার আবরণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৮/১১/২০২৪
-
শ.ম. শহীদ ২৮/১১/২০২৪জীবন মানে চড়াই উৎরাই
ভালো-মন্দ মিশা
তবুও যেন লক্ষ্যে যেতে
থাকে সঠিক দিশা।
দিশাহারা মানুষগুলোর
হতাশ হয় পুঁজি
অন্ধকারে সব হারিয়ে
আলোর দিশা খুঁজি। -
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৮/১১/২০২৪সুন্দর ব্যাখ্যা
-
সুসঙ্গ শাওন ২৭/১১/২০২৪জীবন ফুল নয় কাটা।
খুব ভালো লাগলো