www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এখনো প্রহরগুনি

দুর্বাঘাসগুলো ফ্যাকাশে হয়ে গেছে
তোমার আমার শরীরের অত্যাচারে
কত পড়ন্ত বিকেল ডুবে গেছে
আমাদের চোখের সামনে।
সবুজেরা আরো সবুজ হয়ে উঠতো
আমাদের স্বপ্নের সাথে
মাঠের পারের রাখালের লুকোচুরি
রাঙ্গিয়ে দিত তোমার টোল পড়া গাল
ঠিক যেন ডুবন্ত সুরুজ।
ক্ষণিক বিলম্বে তোমার সেকি অভিমান
সামনের যত ঘাস লতা পাতা
মৃত্যুর কোলে পড়ে ঢলে
তোমার অত্যাচারে।
তারপর পার হয়ে গেল কতটি সন
বদলে গেছ তুমি আর তোমার মন
উড়ন্ত পানকৌড়ি হয়ে চলে গেছ
সেই সুদূরে
পড়ন্ত সুর্যের দেশে। আর আমি
রাত জাগা নিশাচর
প্রহরগুনি কখন হবে ভোর
আসবে নতুন সুর্যোদয়ে
সেই সবুজ দূর্বাঘাসের উপর
আবার দুসর হবে ঘাসেরা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Înšigniã Āvî ২৬/০৯/২০১৩
    দারুন বর্ণনা.....
    খুব ভাল লাগা
  • ইব্রাহীম রাসেল ২৬/০৯/২০১৩
    --বাহ বাহ,, প্রকৃতির কাছাকাছি--
  • খুব ভাল লাগল
  • সালমান মাহফুজ ২৫/০৯/২০১৩
    অনবদ্য রূপায়ণ । একটি সার্থক রোমান্টিক কাব্য ।
 
Quantcast