www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নীরব বিদ্রোহী

কবিগণ বলেননা কিছুই
যা দেখেন নীরবে সয়ে যান
দিনাতিপাত করেন নীরবে
আর রাতের আঁধারে কাগজ-কলমে সখ্যতা গড়ে তোলেন

কবিদের এ নীরবতার আওয়াজ বিকট আকার ধারণ করে
লিখনি শব্দে এটম বোমার চেয়েও বিদ্রোহী হয় এ নীরবতা
আর পথ দেখায় বিবেকী শারীরিক বিদ্রোহীদের

কবিদের লিখনি শব্দ ফাটে এটম বোমের চেয়েও ভয়ানকভাবে
তবে শ্মশান নয় মৃত্যুহীন শান্তির সমীরণ বয়ে আনে চারদিকে

কবিগণ থাকেন নীরব, নিস্তব্ধ তবে নয় বোবা, বধির, অন্ধ
ক্ষয়হীন মানবতার অব্যয় মশাল জ্বালায় সত্যিকার কবিদের শব্দ

চট্টগ্রাম © মাহতাব বাঙ্গালী
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৬/২০২১

মন্তব্যসমূহ

 
Quantcast