বলে দাও তুমি
    সে যে দাঁড়িয়ে আছে আজও,
তোমার স্মৃতির আসমানী পর্দার আড়ালে!
তুমি কি ভুলে গেছ ঐ স্মৃতি,
কলেজ চত্তরে বাদাম খাওয়া বিকালবেলা?
হৃদয়ের ক্যানভাসে আঁকা কতো রঙের ছবি,
যা শঙ্কা আর অবিশ্বাসে নিমজ্জিত আজ।
অহমিকা টেনেছে যবনিকা,
জীবনের চড়াই উতরাই ভরা দুর্গম পথে।
বরং তুমি বলে দাও তাকে,
চলে যেতে কোন অচেনার উদ্দেশ্যে।
মালা দুটি ছিড়ে ফেল,
শুকিয়ে গেছে যদি,বলে দাও,' তুমি স্বাধীন।'
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২০/১২/২০১৭ ইং
৪ঠা পৌষ,১৪২৪ বাং
বিকাল:০৪.৩৭
তোমার স্মৃতির আসমানী পর্দার আড়ালে!
তুমি কি ভুলে গেছ ঐ স্মৃতি,
কলেজ চত্তরে বাদাম খাওয়া বিকালবেলা?
হৃদয়ের ক্যানভাসে আঁকা কতো রঙের ছবি,
যা শঙ্কা আর অবিশ্বাসে নিমজ্জিত আজ।
অহমিকা টেনেছে যবনিকা,
জীবনের চড়াই উতরাই ভরা দুর্গম পথে।
বরং তুমি বলে দাও তাকে,
চলে যেতে কোন অচেনার উদ্দেশ্যে।
মালা দুটি ছিড়ে ফেল,
শুকিয়ে গেছে যদি,বলে দাও,' তুমি স্বাধীন।'
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২০/১২/২০১৭ ইং
৪ঠা পৌষ,১৪২৪ বাং
বিকাল:০৪.৩৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        সন্দীপন পাল ২০/১২/২০১৭দারুণ
- 
        মনোবর ২০/১২/২০১৭ভালো লাগল।
- 
        সাইয়িদ রফিকুল হক ২০/১২/২০১৭বেশ!


