www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অভিমান

জান,
গত রাতে আমি একটুও ঘুমাতে পারিনি
শুধু বার বার তোমার কথাই মনে পড়ে
শুধু তুমি আর আমি ।
আর রাতের আকাশে জেগে থাকা এক ঝাঁক জোঁনাক পোকা
তোমার জন্য আমার অনেক খারাপ লাগে
কেন এতো খারাপ লাগে তুমি বলতে পার ?
এতো খারাপ লাগে বলেই হুটহাট করে তোমাকে দেখতে ইচ্ছে করে
যদিও দু’জনের কখনো দেখাই হয় না ।
যখন ফোনে কথা হয় অথবা এসএমএস এ
তখন শুধুই মান অভিমান,
আর ভালোবাসার নামে এই মান অভিমান চলতেই থাকে ।
এমনি করেই সকাল দুপুর আর রাত পার হয়ে যায়
তবুও রাতে ঘুম আসে না আমার ।

অতপর :
দু’জনের মিষ্টি মিষ্টি ভালোবাসা আর মান অভিমান রেখে ঘুমানোর আয়োজন ,
চলো দু’জনেই ঘুমিযে পড়ি ।
আবার না হয় সকালেই চলবে মান অভিমানের পালা ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আহমাদ সাজিদ ১২/১০/২০১৩
    অভিমানে,মানে...ধন্যবাদ কবি
  • নির্জন ১২/১০/২০১৩
    মান অভিমান হওয়া ভাল।
  • গাজী তারেক আজিজ ১২/১০/২০১৩
    আপনার ও অন্যদের লেখা আমি পড়ি।
    সময়ের অভাবে মন্তব্য করা হয়ে ওঠে না।
    আপনি খুব ভালো লিখেন।
    ধন্যবাদ।
  • খুবই সুন্দর সাবলীল ভালবাসার মান অভিমানের বর্ননা এসেছে এই কবিতায়।চমৎকার সহজ ভাষায় আপনি দারুণ উপস্থাপন করেছেন।ছোট খাট ভুল বুঝাবুঝি রাগ অভিমান নিয়ে ই আমাদের জীবন।তা এই কবিতা য় ফুটে উঠেছে।ধন্যবাদ।
 
Quantcast