www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জলাঞ্জলি

আমি বেঁচে থাকি,
বাকি সব, যাক না জলাঞ্জলি।
ভুলতে চাই ঐ বস্তাপচা রীতি,
পথ আগলে রাখে- মরার খুলি।
তাই, মুছে ফেলি ঘসে একে একে;
যত জোর হয় এ দু'হাতে।
নিষেধ কিছুই শুনবো না, চেঁচাক লোকে;
জ্ঞানভরা আছে মোটা এ পেটে।


সব কিছুই মুছেছি, সৎ হয়েছি,
মিশে থাকি ঐ অচেনা দুয়ারে।
আজ নিঃস্ব, সব হারিয়েছি-
কেঁদে যাই শুধু ভেতরে ভেতরে।
এখন শুধু আমিই বেঁচে থাকি-
আর কেউ নেই, একজনও নেই!
আদর্শ, রীতি-নীতি মান, তর্ক-যুক্তি
বেচে দিয়েছিলাম এ দু'হাতেই!




সময়: ১৬/০৭/২০২০, ২১:৩৪ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৫/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর লেখনী।
  • দারুণ
  • সুন্দর কথা
  • CPHITSolution ২৭/০৫/২০২১
    Wonderful poetry, it made me sad.
  • ফয়জুল মহী ২৪/০৫/২০২১
    Excellent
 
Quantcast