www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রাজার হাতে গড়া দৈত্য

এখন:
বীর রাজার সাহস নেই এতটুকু সত্যি বলার!
ক্ষমতাও নেই সৎ প্রজার পাসে দাঁড়াবার?
শুধু মনে ভয় সিংহাসনচ্যুত হবার আজকাল,
তাই মুখে কুলুপ আটকে "চুপ", সকাল-বিকাল।


কাল:
প্রকাশ্যে অন্যায় আসে, অট্টহাসে, চিৎকার করে তবু
মন্ত্রী-শান্ত্রি-সেপাইবাবু ফিরেও দেখেন না কভু।
আর সেই ফাঁকে লাগে উলুখাগড়াদের তুমুল লড়াই,
বিকল্পের ঝড় চিরসৎকার করে শান্তিবাদের বড়াই।


শেষে:
বুদ্ধুজীবী রত্নরা রোজ গড়াগড়ি খায় দরবারে,
হায়! নির্বিকারচিত্তে রাজা ন্যায়ের ভাত মারে।
সাময়িক রাজত্বের আশায় তাঁরই আগামী প্রজন্ম;
যেন প্রস্তুতিহীন পুতুল, নিজ হাতে গড়া দৈত্যের জন্য।


সময়:০৯/১০/২০১৬, ১৬:২০ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রেজাউল আবেদীন ০৬/১০/২০১৭
    হা একমত , সত্য বলায় সাহস ও বল লাগে ।
  • মধু মঙ্গল সিনহা ০৫/১০/২০১৭
    ধন্যবাদ!
 
Quantcast