www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সিম্যুলেশন প্রোগ্রাম

সস্তায় বিকোচ্ছে ইন্টারনেট।
তাই গাদা গাদা জি.বি. নিয়ে পকেটে
কর্মসংস্থানহীন শিক্ষিত বেকার, মুচকি হেসে
রাস্তার কোণে সময় কাটায়, অনায়সে
যৌবন দিন পার; ফ্রি-তে পাওয়ার চরম আনন্দে
ইঁদুর মারার বিষও লাগে, সকাল সন্ধে
ব্যস্ততা-সোশাল সাইটে "অনলাইন", খালি পেটেই
ভালোবাসার ছড়াছড়ি, শুধু দূরত্ব পরিবারের সাথেই।

লাখ বিজ্ঞাপন, ব্রান্ডেড লাইফস্টাইলের আশায়
নিঃশব্দে হজম করে খাবারে বিষ, দাম বাড়ায়
হাড়ি চড়ানো সাধ্যের বাইরে; তবুও সিম্যুলেশন প্রোগ্রাম-
ঘর সাজায় ঝাঁ-চকচক, বিস্মৃত শহর থেকে গ্রাম
রোজ কাঁদে-অভুক্ত প্রান, লড়ে বাস্তবে
খালি হাতে, দু'বেলা দু'মুঠ ডাল-ভাত খাবে
তাই মাটি চষে দেশ গড়ে, শ্লথগতিতে
মাথার ঘাম পায়ে ফেলে, ভরসা শক্তিতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১০/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এন.আফরিন ১৩/১০/২০১৬
    বাস্তবতা যেন চোখের সামনে
 
Quantcast