www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নাটক-প্রমের প্রস্থান (দৃশ্য-৪)

দৃশ্য-৪ ‎
চরিত্রঃ সোনামিয়া ও ছোঁয়া
স্থানঃ কুয়াকাটা সমুদ্র সৈকত
সময়ঃ দুপুর ।
কাহিনীঃ
{সোনামিয়া ও ছোঁয়া দু’জনই বন্ধুর বাড়ির কথা বলে বাড়ি থেকে পালিয়ে কুয়াকাটা যাবে।
সৈকতে বসে দু’জন মন খুলে গল্প করতে থাকবে}
ছোঁয়াঃ প্রেমে পড়লে নাকি মানুষ বোকা বনে যায়
তাইনা?
সোনা মিয়াঃ কেন?
ছোঁয়াঃ এই দ্যাখ বাড়ির সবাইকে রেখে তুমি আমাকে
বোকা বানিয়ে কতদূর নিয়েএলে।
সোনামিয়াঃ তোমার বুঝি কোন দোষ নাই।সব দোষই
আমার
ছোঁয়াঃ আচ্ছা বলতো আমার জন্য তোমার ভালবাসার
মানে কি?
সোনামিয়াঃ এই দেখেছো সমুদ্র।আমার ভালবাসা হচ্ছে
সমুদ্রের এই অথৈ ঢেউ।যার
কোন সীমা পরিসীমা নাই।
ছোঁয়াঃ আচ্ছাসোনা ভাই তোমার ফ্যামেলি যদি আমাকে
মেনে না নেয়, তবে তুমি
কি করবে?
সোনামিয়াঃ আমি জানি একজন পুরুষের চেয়ে একজন
নারীর সহনশীল ক্ষমতা
বহুগুণ বেশী । সুতরাং এমন পরিস্থিতিতে তুমি হয়ত
সামলে নিতে পারবে।
ছোঁয়াঃ পারব ছাইঁ
{ছোঁয়া রেগে বসা থেকে ওঠে হাটঁতে হাটঁতে সাগরের জলের দিকে নামতে থাকবে।সোনামিয়া পিছন থেকে চিৎকার করবে।এক পর্যায়ে সোনামিয়া টেনে ছোয়াকে জল থেকে তুলে উপরে নিয়ে আসবে।আবার দুজন বসবে।}
সোনামিয়াঃ বোকা মেয়ে।দুষ্ঠামী বুঝেনা।
ছোঁয়াঃ তাইতো মানুষ বলে নারী পুরুষের মধ্যে পার্থক্য
হল- নারীরা একজন
পুরুষকে আকঁড়ে ধরে সারাজীবন বাচঁতে চায় অপরদিকে
পুরুষরা একজন নারীকে
দাসত্বের শৃংখলে আবদ্ধ করে রাখতে চায়।
সোনামিয়াঃ ভাই আমার ঘাট হয়েছে।সরি ম্যাডাম সরি!
এবার একটু ভালবাসার কথা বলেন।
ছোঁয়াঃ নারীর ভালবাসা বোঝে সেইজন নারী যাদের
চোখে মায়ের মতন।
সোনামিয়াঃ কথায় বলেনা পরিশ্রান্ত মানুষকে ক্ষেপানো
আর মৌচাকে ঢিল ছোড়া
সমান।এবার চল কিছু খেয়ে ক্লান্তি দূর করি।
{সোনামিয়া ছোঁয়ার হাত ধরে টানতে টানতে একটি ফাস্টফুডের দোকানে নিয়ে যাবে।সেখান থেকে ফিরে দু’জন সৈকতের দিকে হাটঁতে থাকবে}
ছোঁয়াঃ বাড়ি যাওয়ার কথাতো ভুলে গেলাম।
সোনামিয়াঃ চল দু’জন হারিয়ে যাই
ছোঁয়াঃ কোথায়?
সোনামিয়াঃ কোন এক অজানায়।যেখানে শুধু ভালবাসা
বাসির আবাসভূমি।
ছোঁয়াঃ ভালবাসার মানে কি জানো?
সোনামিয়াঃ আমার কাছে ভালবাসার মানে হল-মিলনের
অপেক্ষমান মুর্হূত্য পর্যন্ত
পরস্পরের মধ্যে টানটান উত্তেজনার নামই ভালবাসা।
ছোঁয়াঃ আমার মতে ভালবাসার মানে হল-সুখে দুখে দু’টি
হৃদয়ের বন্ধনকে আকঁড়ে
ধরে রাখার নামই ভালবাসা।
সোনামিয়াঃ এভাবেই আঁকড়ে রাখ আজীবন
ছোঁয়াঃ এভাবে সারাজনম আকঁড়ে রাখা সম্ভব নয়
সোনামিয়াঃ তবে
ছোঁয়াঃ বিবাহ বন্ধন ছাড়া আজীবন আকঁড়ে রাখা যায়না।
আজ তোমাকে কথা দিতে হবে আমাকে বিয়ে করছো
কবে
সোনামিয়াঃ আর একটু ধৈর্য ধর! তাছাড়া প্রেমের মধ্যে
যে স্বাধ আছে তা কি অন্য
কোথায় পাবে।
ছোঁয়াঃ হয়েছে অনেক হয়েছে।এবার চল বাড়ি ফিরতে
হবে
{দু’জন বাড়ি ফিরবে}


(চলবে-)
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৫২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোহরাব রিপন ১৬/১২/২০১৮
    Nice
  • পড়তে থাকি।
  • চমৎকার
 
Quantcast