www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নাটক-প্রেমের প্রস্থান (দৃশ্য-২)

দৃশ্য-২
চরিত্রঃসোনা মিয়া,ছোঁয়া এবং মালা
স্থানঃগ্রামের বাড়ি
সময়ঃ সকাল
কাহিনীঃ
{পরের দিন ছোঁয়াও মালা গল্প করতে করতে স্কুলের দিকে যাবে।এদিকে সোনামিয়া সেই বট গাছের নিছে ছোয়ার জন্য অপেক্ষা করতে থাকবে।দূর থেকে মালা সোনামিয়াকে দেখে তার দিকে আগাতে আগাতে বলবে}

মালাঃআসসালামু আলাইকুম,ভাইয়া কেমন আছেন?
সোনা মিয়াঃ ভাল আছি তোমরা কেমন আছো।
{ছোঁয়া ওদের কথোপকথন শুনে ধীরে ধীরে সামনে আগাতে থাকবে }

মালাঃ ভাইয়া ছোঁয়া চলে যাচ্ছে
সোনামিয়াঃ আরে দাড়াঁও শোন ছোঁয়া বুঝি রাগ করছে
তাইনা?
মালাঃ না রাগ করবে কেন!
সোনামিয়াঃ তাহলে যে ছোঁয়া চলে যাচ্ছে
মালাঃ আপনি কি কিছু বোঝেন না
সোনামিয়াঃ মানে
মালাঃ না বলছি আপনি কি জানেন না যে মেয়েদের বুক
ফোটে কিন্তু মুখ ফোটেনা।(মালা একটি চিঠি হাত বাড়িয়ে
সোনারমিয়ার হাতে দিবে) এই
নেন ছোঁয়া আপনাকে দিচ্ছে।আমি গেলাম ভাইয়া।পরে
কথা হবে।

[ছোঁয়া ও মালা হাসতে হাসতে স্কুলের দিকে চলে যাবে।এদিকে সোনামিয়া ছোঁয়ার চিঠিখানা খুলে বট গাছের নিচে বসে মনের সুখে পড়তে থাকবে।চিঠির ভাষাটি ছিল-}
ওগো মোর সখা,
হেমন্তের এই শেষান্ত বিকেলে তোমার স্মৃতি মনে পড়া এই শুভ লগ্নে তোমাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছো।তোমার মত অমন সু-দর্শন পুরুষের সানিধ্য পেয়ে নিজেকে আজ নতুন করে প্রশ্ন করতে ইচ্ছে করছে যে আমি কে?কারণ মেঘ না চাইতে বৃষ্টির মত তোমার আগমেন আমার হৃদয় টর্ণেডোর মত আগাত করছে।আমি কল্পনার হাওয়ায় যেন ভেসে বেড়াচ্ছি।
ওগো মোর প্রেমিক পুরুষ,
তোমার মত অমন সু-দর্শন রাজ কুমারকে কিভাবে প্রেম নিবেদন করব সে ভাষা আমার জানা নেই।তবুও তুমি চাইলে হৃদয় উজার করে প্রেমালিঙ্গনে তোমাকে জড়িয়ে রাখব হৃদয়ের সিন্দুকে অনন্তকাল।
ওগো মোর স্বপ্ন পুরুষ,
যে স্বপ্ন তুমি দেখালে তা ভেঙ্গে দিওনা কভু।মানুষের স্বস্থিবোধের একমাত্র জায়গা হল স্বপ্ন। এ স্বপ্ন ভেঙ্গে গেলে আমার আর কিছু অবশিষ্ঠ থাকবেনা।
ওগো আশার আলো,
আজ থেকে আমার সকল আশা ভালবাসা শুধু তোমাকে নিয়ে।তোমাকে নিয়ে একটি রঙ্গীন বাসরের অপেক্ষায় প্রহর গুনছি।
ওগো মোর জীবন সাথী,
সাথী হয়ে সাথে থেকো কাল অনন্তকাল।এই প্রত্যয় ব্যক্ত করে এবং তোমার সকল শূন্যতা পূর্ণতায় ভরে ওঠক এই কামনায় শেষ করছি।

ইতি
তোমার প্রেম পাগলিনী

{এদিকে ছোঁয়া ও মালা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকবে}

মালাঃ শোন ছোঁয়া তোর কাছে সোনামিয়া ভাইর নাম্বার
আছে
ছোঁয়া না ।কেন রে
মালাঃ আমার কাছে নাম্বার আছে। নে কথা বল।
ছোঁয়াঃ নারে আমার আনইজি লাগছে।

{মালা সোনামিয়ার নম্বারে কল দিয়ে মোবাইলটা ছোঁয়াকে দিবে}

মালাঃএই নে কল ঢুকছে
ছোঁয়াঃ আমার ভীষণ লজ্জা লাগছে।তুই কথা বল

{মালা ছোঁয়ার দিকে বড় বড় চোখ তুলে তাকাবে আর বলবে}

মালাঃ এই আমি কি প্রেম করছি যে আমি কথা বলব।নে
হ্যালো বল

{ছোঁয়া ভয়ে ভয়ে মালার হাত থেকে মোবাইলটা নিয়ে কানে তুলে কথা বলতে বলতে মালার কাছ থেকে একটু দূরে সরে যাবে।এভাবে ছোঁয়া ও সোনা মিয়ার মধ্যে কিছু সময় কথোপকথন চলবে।}

(চলবে-)
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৪৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নাটক। পড়তে থাকি।
  • বেশ তো।
 
Quantcast