www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কথোপকথন

কথোপকথনঃ
-------
--- আপা ফাইলটা জমা দিছেন তো?
--- হ্যাঁ,ফাইলটা নয়,দুটো ফাইল দিছি।ঠিকঠাক প্রাক্কলন করে দিবেন প্লিজ।
---- আরে আপা সব ঠিকঠাক মত করে দিব।শুধু আপনারা একটু আমাদের বেশি করে দেইখেন।
---- বেশি করে দেখব মানে?
---- আপায় কিছু বুঝেনা।সব কি মুখে বলতে হয়?
----- আপনি রোজা আছেন?
----- জ্বী আপা।
----- মাথায়তো টুপি আছে দেখছি, নিশ্চয়ই নামাজে যাবেন?
---- জ্বী আপা।
----- লজ্জ্বা লাগেনা রোজা রেখে টুপি মাথায় দিয়ে এসব বলতে?
----- আচ্ছা আচ্ছা দেইখেন না।আমরাও ঠিক মত কাজ দেখব।
----- অবশ্যই দেখবেন।কেন দেখবেন না, গিয়ে বসে থেকে কাজ দেখবেন।
---- শতভাগ পারফেক্ট কাজ হতে হবে।
---- হ্যাঁ শতভাগ কেন আমার কাজ শতভাগের উপর পারফেক্ট হবে।দেখবেন আপনারা দুই নম্বরী কাজ আমি করিনা।দরকার হলে নিজের টাকা লাগাব কাজ সুন্দর করার জন্য।
অতঃপর একটি ভেটকী হাসি দিয়ে
--- আপা সবাই কিন্তু করবেনা,কাজেই আপনারা ধরা।
*** উপসংহারঃ হ্যাঁ ধরাইতো।অফসিজনে বরাদ্দ আসবে,সরকারি টাকা,সবার মাঝে থাকবে খাই খাই ভাব।দোকানী মিস্তিরী সবাই ভাববে দরিয়ার মাল আসছে।কোন কোন জায়গায় অফিসার ও সভাপতিরাও।
আপা কেন শুধু স্যারগণও অসহায়।নিজেরা পারফেক্ট থাকলেও সর্বত্র তালি দিয়ে জোড়া লাগাতে হয়।
--
--০২/০৬/২০১৮
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৪৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৫/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast