www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গর্ব

শুধু পতনেই যদি ফিরে পেতাম তোমায়,
সে পতন হতো বড় গর্বের।
অস্থিতে ব্যাথাতুর বেদনার প্রলেপ মেখে
ঝরে যেতাম বহুকালের অতীত তরু হতে ―
সে পতন হতো বড় গর্বের।

ধ্বংসলীলায় মেতে ওঠা ঐ ব্যাকুল নয়ন,
বড় আনমোনা অহেতুক স্বপ্ন জোগায় -
ব্যক্ত করে বহু পাপের জীবন,
তবু মরণত্তর পথিক হয়ে যদি
ফিরে পেতাম তোমার হৃদয় ―
সে পতন হতো বড় গর্বের।

আজো দেখা মেলে কিছু অশরীরি ছায়া,
তন্ত্রে পটু কিছু প্রেতের কায়া ―
যদি শ্মশানের কাঠ হয়ে জ্বলে যেতাম,
আহুতি দিয়ে ঐ নিথর লাশের দেহ ―
যদি তাও , ফিরে পেতাম তোমায়,
সে পতন হত বড় গর্বের।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast