www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মাটি স্বপ্ন দেখে

এই এখান থেকে মেঠোপথের শুরু,
কিছু দূরেই ধানক্ষেত।
ট্রাক্টরের পেষণে ক্ষেতগুলো সোনায় পরিণত হয়েছে,
বীজ ফেললেই সোনা সোনা ধান।
সেই ক্ষেতের আলপথ ধরে একটু হেটে এলেই মেঠোপথটা শুরু হয়।
মেঠোপথ ধরে একটা লাজুক বউ হেটে আসছে,
খালি পায়ে,এঁকেবেঁকে।
নিতম্বপ্রধান নারী নয়,খুবই সাধাসিধে একটা বউ।কমবয়েসি বউ।
মেঠো পথ ধরে কিছুটা এগোলেই একটা বড় পুকুর।
ওখানে যুবতিরা স্নানে নেমেছে।
এমন ভরদুপুরেই সুজনের বউ এগ্রামে এসেছিলো।
তারপর অনেকগুলো দিন গিয়েছে,
মাস গিয়েছে,
বছর গিয়েছে।
ক্ষেতের থেকে সোনা জন্মেছে।
আজ আবার সুজনের বউ মেঠোপথে চলেছে,
তবে হেটে নয়,ভ্যানে চড়ে।
সুজনের নবীনতম সন্তান পৃথিবীর মাটিতে তার অস্তিত্ব জানান দেবে।
এই স্বপ্ন সুজনের চোখে,
এই স্বপ্ন তার বউয়ের চোখে,
এই স্বপ্ন সোনা ফলা ক্ষেতের।
একটি নতুন স্বপ্ন বাসা বাঁধবে এই পৃথিবীতে।
এই পৃথিবীর মাটিতে।
কারণ,এই স্বপ্ন তো মাটিও দেখেছিলো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাঁঝের তারা ১৬/০৭/২০১৭
    সুন্দর ভাবনা
  • ভালো।
    • ধন্যবাদ দাদা
  • মাটির অনির্বচনীয় সোঁদা গন্ধে প্রাণটা খুব অকৃত্রিম মাটির স্পর্শ পেতে চাইছে খুব এই মুহূর্তেই... অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল প্রিয়...
    • শুভেচ্ছাসহ ভালবাসা রইলো...
      • এখনো অনেক অনেক কবিতা পড়া বাকি... কবিতা লেখার আসল মর্ম হচ্ছে কবিতা পড়া... কথায় আছে 'যতই পড়িবে ততই শিখিবে' কবিতার ক্ষেত্রে 'যতই কবিতা পড়িবে ততই কবিতা লিখিতে শিখিবে'...
  • মোনালিসা ১৬/০৭/২০১৭
    অসাধারন
 
Quantcast