www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মিষ্টি আলাপনে

মিষ্টি আলাপনে
জামাল উদ্দিন জীবন

ঝিরি ঝিরি বৃষ্টি ভেজা মাতাল সমীরণে
প্রিয়জন কইছে কথা মিষ্টি আলাপনে
কুসুম কলির বাহারে ভোমরা করে গুঞ্জন
রাঙ্গিয়ে তুলতে জীবন নতুনের আয়োজন।

সুরের মুরছোনায় প্রিয়া আরো কাছে চাই
তোমার মত আপন জগতে কেহ নাই
দুর অজানায় হারিয়ে যাবে কোথায়?
বারে বারে আসবে ফিরে এই ঠিকানায়।

প্রিয়ার প্রিয় কত শত আবদার করে দিন ভর
কলমি লতা হেলেঞ্চা লাউয়ের ডগা কুমড়ার
ফুলে ছিম মটরশুটি কামরাঙ্গা পাকা বেল
বড়ই তেতুল কদবেল জলপাই আমড়া জাম।

নানা বর্ণের সবজি ফলে দেখ সাজানো বাগান
যত্ন করেছি চাষ রোদ বৃষ্টি ঝড়ে বারো মাস
সজীবতায় ভরে উঠুক প্রকৃতির চারি ধার
নতুন রুপে আসবে ফিরে শত রঙের বাহার।

মেহেদি পাতা দেখো ভিতরে থাকে লাল
প্রদীপ শিখা সারা নিশি জ্বলে চিরটা কাল
মরমে মরেছি তোমার প্রেমে আর কিছু নাই
প্রার্থনা মৃত্যুর মিছিলে একত্রে বিদায় নিতে চাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast