www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বনিতা ( সনেট)

- T s J
আজ চেয়ে দেখি আকাশে অজস্র তাঁরা
অন্ধকারের বুকে মৃধু আলোর খেলা,
আমি নির্জনে ভাবি বসিয়া (প্রিয়হারা
অন্তর ভ্রান্ত সুখে রাখিয়া)হে বনিতা
শুন্য অন্তরে মিছে আশার উষ্ম ছোঁয়া,
কল্পনায় জাগ্রত তোমার ভালোবাসা
তোমার শুন্যতা বেদনার স্রোত ধারা
জীবনে লালিত হবে সৃজন চাওয়া।।

গত হবে বছর আর কি হবে দেখা
তোমার অপরূপ মুখ মমতা মাখা,
দৃষ্টিতে ঝড়ানো ভালবাসার কবিতা
এ আকুতি তোমার চরণে করে সখা,
বুকের মাঝে পবিত্র যে প্রেম গাঁথা
রাখিয়াছে যে তব নাম অন্তরে সখা।।
০৭/০২/২০০৫,
রাত ১২:৪৫
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৬/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আপনার প্রয়াসকে স্বাগত জানাই। তবে এইডা সনেট ক্যামনে অইল বুঝলাম না! কিছু মনে করবেন না। রসিকতা করে বললাম। কিন্তু এটা সনেট নয়।
  • T s J ১৬/০৬/২০১৫
    মন্তব্য করার জন্য সবাই কে ধন্যবাদ
  • মাত্রাগত এবং ভাবগত কিছু সমস্যা আছে। সনেট কবিতার জন্য আরেকটু তীক্ষ্ণ নজর দানের আহ্বান জানাই। তবে কবিতাটি সুন্দর হয়েছে।

    আপনার এই সনেট লেখার প্রয়াসকে আমি ব্যক্তিগত ভাবে স্বাগত জানাই। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল।
  • আহমাদ মাগফুর ১৪/০৬/২০১৫
    সনেট বলার দরকার কি!
    এমনিই ভালো কবিতা! :)
  • দ্বীপ সরকার ১৪/০৬/২০১৫
    ভাল।
  • জে এস সাব্বির ১৩/০৬/২০১৫
    জাবেদ ভাই ,কিছু মনে করবেন না । আপনার এই কবিতাটি সনেটের মর্যাদা পাবে না ।এটা একটি ১৪ চরণ বিশিষ্ট ভালবাসার কবিতা ।

    সনেটে প্রথম অষ্টকে ভাবের প্রকৃতি এবং শেষ ষষ্টকে ভাবের পরিণতি থাকে । কিন্তু আপনার এই কবিতায় শেষ প্যারা অর্থাত্‍ ষষ্টকে ভাবের পরিনতি আসেনি ।
    তবে কবিতাটি অনেক সুন্দর ,উন্নতমানের ।....
    লিখে যান ।ধন্যবাদ
  • খালিদ ১৩/০৬/২০১৫
    apnar kobitai bidroher vab cheye nilam
 
Quantcast