www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাঁশির সুরে পাগল



সখি আয় মালা গাঁথি
সুর শুনি ঐ রাখালিয়ার বাঁশি
এই তনু মন শিহরিত হয়
বিভোর স্বপ্ন রাশি রাশি।

কোন সে দূরের এই অজানা
রাখালিয়ার দেশ
বাঁশির সুরে পাগল আমি
অচিন পুরের বেশ।।

বাঁশির সুরে নাচছে দেহ
উদাস তনু মন
তোমার সুরে পাগল আমি
উদাস সারাক্ষণ।।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • যাদব চৌধুুরী ৩০/০৩/২০১৭
    কবিতাটিতে সুন্দর রোমান্টিক escapism আছে l সুরের অজানা জগতে হারিয়ে যাওয়া l তার সঙ্গে sesualism, "উদাস তনু মন", "সুরে পাগল" কবি l
    কিন্তু মনে হয়েছে ছন্দ যেন কেটে কেটে যাচ্ছে l দু একটি শব্দ ছেঁটে দিলে ছন্দটা রক্ষা পায়, আমার মতে l কবির অনুমতি সাপেক্ষে আমার editing

    সখি, আয় মালা গাঁথি
    শুনি রাখালিয়া বাঁশি
    তনুমন শিহরিত
    স্বপ্ন রাশি রাশি l

    কোন্ সে দূরের অজানা
    রাখালিয়া দেশ
    বাঁশির সুরে পাগল হলাম
    অচিনপুরের বেশ l l

    বাঁশির সুরে নাচছে দেহ
    উদাস তনুমন
    প্রিয়র সুরে পাগল হলাম
    আনমনা প্রতিক্ষণ l

    Editing অপছন্দ হলে মন্তব্যকারী ক্ষমাপ্রার্থী l
    • হে বন্ধুবর,
      কম্পোজিশনটি নিয়ে আপনার মনকাড়ানো মন্তব্যকে আমি শ্রদ্ধা জানাই। আসলে বরাবরই আমি এরকমের মন্তব্যই পছন্দ করে আসছি। এতে যেমন কাঙ্খিত লক্ষে পৌছা যায় তেমনি পাঠকহৃদয় সহজেই জয় করা যায়। আমি পাঠক হৃদয়ে বেঁচে থাকতে চাই আর তাতে আপনার মত পরামর্শক/ সাহিত্য সমালোচক / মন্তব্যকারীর বেশ প্রয়োজন।

      অনেক অনেক ধন্যবাদ বন্ধু
      ভালো থাকবেন
      পাশে থাকবেন এবং সাথে থাকবেন।
  • ফয়জুল মহী ২৯/০৩/২০১৭
    বিশেষভাবে লক্ষণীয় কথামালা ।
  • রাবেয়া মৌসুমী ২৯/০৩/২০১৭
    বশুড়ীয়া বাজা ও েতামার বাঁশি..
  • Pothik ২৮/০৩/২০১৭
    Very fine
  • কে. পাল ২৮/০৩/২০১৭
    ভালো
    • একরাশ শুভেচ্ছা বন্ধু আপনার জন্য
      তারপর যদি হয় সেটা বৃষ্টি স্নাত শুভেচ্ছা
      তাহলে আপনার কেমন অনুভূতি হবে জানাবেন বন্ধু।।।

      ধন্যবাদ
  • পরশ ২৮/০৩/২০১৭
    ভালোই লাগলো
  • খুব ভালো।
  • আব্দুল হক ২৮/০৩/২০১৭
    সুন্দর ছবি ও কবিতা ভালো লেগেছে!
  • তাবেরী ২৭/০৩/২০১৭
    অসাধারণ,লেখনি বাঁশি সত্তিই মন হরণ করে।
  • লীনা জাম্বিল ২৭/০৩/২০১৭
    নিঝুম রাতে বাঁশির সুর শুনলেই আনমনা হয়ে যায়
    কবিতাটি বেশ হয়েছে, কানে যেন বাঁশির সেই মনোমুগ্ধকর সুর শুনতে পাচ্ছি, শুভ কামনা
    • তারুণ্যের নতূন বন্ধু,
      ‍''লীনা জাম্বিল'' প্রথমেই জানাই তারুণ্যে স্বাগতম।

      আপনার অসাধারণ সাবলীল মন্তব্যে অনুপ্রাণিত।

      স্বার্থক এই কবিতাটি, আপনাদের মন্তব্যে ধন্য।।

      অনেক শুভকামনা রইল। সাথে থাকলে ধন্য হব।
 
Quantcast