নহে অবহেলা
দুঃখেরই সাগরে ভাসাইয়া মন,
পাবেকি বলো তুমি মানিক রতন।
হেয়ালির ছলে তুমি বেখেয়ালি মন,
অবহেলা করে কভু হয়োনা অবচেতন।
সহসা হারায়োনা কভু সাধনার ধন,
যতনে রাখো তুমি পেয়েছো যে জন।
কখনো করো না হেলা কভু হলে অভিমান,
রাখিয়োনা ধরে সে মান-অভিমান।
সুখময় যত স্মৃতি করিয়া মনবৃত্তি,
মনেরই গৌরবে কথারও সৌরভে ভরে দিয়ো মন।
ঘটনার প্রবাহে বয়ে যাবে ক্ষন,
সুবাসিত করে রেখ সারাটি জীবন।
পাবেকি বলো তুমি মানিক রতন।
হেয়ালির ছলে তুমি বেখেয়ালি মন,
অবহেলা করে কভু হয়োনা অবচেতন।
সহসা হারায়োনা কভু সাধনার ধন,
যতনে রাখো তুমি পেয়েছো যে জন।
কখনো করো না হেলা কভু হলে অভিমান,
রাখিয়োনা ধরে সে মান-অভিমান।
সুখময় যত স্মৃতি করিয়া মনবৃত্তি,
মনেরই গৌরবে কথারও সৌরভে ভরে দিয়ো মন।
ঘটনার প্রবাহে বয়ে যাবে ক্ষন,
সুবাসিত করে রেখ সারাটি জীবন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাদেরা ফারনাছ শিমূল ০৫/০৯/২০২৫অনুপম কাব্য।
-
আমি-তারেক ২৮/০৮/২০২৫বাহ - সুন্দর ছন্দ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৭/০৮/২০২৫দারুণ
-
ফয়জুল মহী ১৫/০৮/২০২৫অসাধারণ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৫/০৮/২০২৫দারুণ