বিড়ি খোর এর ইতি কথা
কাগজ আর তামাক পোড়ানো ধোঁয়া,
কি যে এক প্রশান্তির ছোঁয়া।
কি অপূর্ব রুচির ব্যাপার,
যাহা তার নিত্য দিনের খাবার।
যে যাই করুক মেনশন,
বিড়ি খেলে নাকি যায় টেনশন।
ফিলিংস সে যাই পাক টুকটাক,
ছেলেকে নাকি দেখায় সেই লেভেল এর স্মার্ট।
চোপরা ভাঙ্গা কঙ্কাল,
খুজে মেলেনা তার কোথায় গাল।
খোচা দাড়ি মুখে ছাল,
বিড়ি খেয়ে টালমাতাল।
সুখটানের ধোঁয়া,
তার সর্বাঙ্গের মোয়া।
চর্বনযোগ্য নাই দাঁত,
টাকলার তাই মাথায় হাত।
ঠোট কালো, চোখে আলো,
চেহারা তার টলোমলো।
বুকটা করে ধুক ধাক,
সদা কাশে খকখক।
চলেও যদি যায় তার জীবন যাক,
মারবে সুখটান তা সে যেথায় পাক।
কি যে এক বিড়ির খনি,
বিড়ির নেশায় দিন-রজনী,
রাস্তা ঘাট আর বসতবাড়ি,
সৌচাগারেও টানাটানি।
বিড়ি খোর বাঙ্গাল,
সে সর্বাঙ্গে কাঙ্গাল।
কি যে এক প্রশান্তির ছোঁয়া।
কি অপূর্ব রুচির ব্যাপার,
যাহা তার নিত্য দিনের খাবার।
যে যাই করুক মেনশন,
বিড়ি খেলে নাকি যায় টেনশন।
ফিলিংস সে যাই পাক টুকটাক,
ছেলেকে নাকি দেখায় সেই লেভেল এর স্মার্ট।
চোপরা ভাঙ্গা কঙ্কাল,
খুজে মেলেনা তার কোথায় গাল।
খোচা দাড়ি মুখে ছাল,
বিড়ি খেয়ে টালমাতাল।
সুখটানের ধোঁয়া,
তার সর্বাঙ্গের মোয়া।
চর্বনযোগ্য নাই দাঁত,
টাকলার তাই মাথায় হাত।
ঠোট কালো, চোখে আলো,
চেহারা তার টলোমলো।
বুকটা করে ধুক ধাক,
সদা কাশে খকখক।
চলেও যদি যায় তার জীবন যাক,
মারবে সুখটান তা সে যেথায় পাক।
কি যে এক বিড়ির খনি,
বিড়ির নেশায় দিন-রজনী,
রাস্তা ঘাট আর বসতবাড়ি,
সৌচাগারেও টানাটানি।
বিড়ি খোর বাঙ্গাল,
সে সর্বাঙ্গে কাঙ্গাল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৮/০৫/২০২৫চমৎকার উপস্হাপন