www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গরিবের মামলার ব্যয়‚ সম্পূর্ণই সরকার দেয়

(২৮এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস২০১৪ উপলক্ষে)

দেশবাসী হোন সচেতন
করি এবার নিবেদন
আইন-আদালত হাতের কাছে
এখন সবার জানা আছে
গরিব-দু:খির মামলায়
লিগ্যাল-এইড আছে সহায়
সমুদয় মামলার ব্যয়
সম্পূর্ণই সরকার দেয়

যখন আপনি এজাহারকারী কিংবা ফরিয়াদী
চাইলে হবে রাষ্ট্র আপনার মামলার বাদী
যখন আপনি প্রতিপক্ষ
মামলায় জেতা আসল লক্ষ্য
করুন যোগাযোগ লিগ্যাল-এইড অফিসে
নিয়োজিত উকিল করবে সহযোগিতা সম্পূর্ণ সরকারি ফিসে

যখন আসামী হয়ে আপনি থাকেন জেলে
খুবই আনন্দ লাগে আইনি সহায়তা পেলে
পরিবার ছেড়ে যখন থাকেন অন্তরীণ
হাহাকারে বুক ফেটে যায়, স্মৃতি অমলিন

বিচারক-আইনজীবী সাংবাদিক-জনপ্রতিনিধি আর পুলিশ
একসূত্রে গেঁথে চলে সত্য অহর্নিশ
জি আর-সি আর, পারিবারিক মামলায়
আপোষরফা মূল হয়ে যায় যখন উভয়পক্ষই চায়
সেক্ষেত্রেও লিগ্যাল-এইড আছে মধ্যস্থতায়

আইনের সতসিদ্ধ বাণী নিয়ম বাঁধাধরা
বিনাদোষে শাস্তি না পাক, ফাঁসির আসামী পাক ছাড়া

(খসড়া )
০৯/০৪/১৪
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast