www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানুষ না দেবতা

এতো সুখ কিভাবে নিংড়ে দিতে পারেন,
আস্ত একটা তলোয়ার ঢুকিয়ে দিতে পারেন জ্যান্ত মানুষের গ্রীবায়।
রমনীয় সুখ ভীষণ মোহনীয় করে!

আপনি মানুষ না দেবতা,
দেবতারা কবিতার উপাদেয় তুলে দেয় সুখি মানুষের করালে,
একেকজন রমনী একহাজার কবিতা।
রমনীরা আপনাকে পূজনীয় করে রাখে,
সুখী আপনিইতো হবেন।

আপনি ধ্যানে বসেও তলোয়ার চালনায় সমান পারদর্শী,
লাখো শান্তির সংসার গড়ুক-ভাঙ্গুক,
বিস্ফোরিত হোক অগ্নিগিরির লাভা মুখ।
তাতে কিঞ্চিৎই বিমর্ষের ভান করেন।
কার্যত-
আপনি আবডালে ভাবেন ধ্বংসমুখর জীবনের গোপন উৎসব কতটা সঞ্জীবনী শক্তির যোগানদাতা।

এই পথে এই যুগে আপনি রাজাধিরাজ,
আপনার শিরে কামনার তাজ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কামনার লেলিহান জিহ্বা
    ভাদ্র মাসের সারমেয়ের মতো
    প্রকাশ‌্যে বেরিয়ে আসে
    আপনি মানুষ না দেবতা!
    খুব চমৎকার হয়েছে
    খুব ভালো লেগেছে
  • Înšigniã Āvî ২৮/০৯/২০১৩
    দুরন্ত...
  • ইব্রাহীম রাসেল ২৮/০৯/২০১৩
    খুব ভালো লেগেছে শব্দের ব্যবহার
 
Quantcast