www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাইজীর সংসার

বিদর্ভ নগর তোমাকে চেনে
আরো চেনে সন্যাসী নাগর
তোমার অতিমাত্রায় নাগরিক হয়ে ওঠা
আমাকে পৈশাচিক করে তোলে।

এতটা নাগরিক না হলেও নগর চলে!

বারবার তাঁতিয়ে তোলে
মিথ্যার প্রশ্রয়ে গড়ে ওঠা
তাবৎ প্রেমিক শহর।

তুমি এতটাই নাগরিক
মানবিক জোয়ার নেই অথচ উত্তাল সাগর।

যে শহরে আবাল্য বেড়ে ওঠা
সে শহর আমার নয়!
বো-কা পু রু ষ!
এর বেশি মানবিকতা কে শেখাবে কাকে?
কে দেখাবে এ শহরেও বাঁধা যায় ঘর
চলমান নাগর নিয়ে দিব্যি চালানো যায় বাইজীর স্থায়ী সংসার!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সহিদুল হক ২৬/০৯/২০১৩
    ১ম ৪ স্তবকে পুরুষের কথা,শেষ স্তবকে বাঈজির কথা।---ঠিকই আছে।*ভাল কবিতা।
  • নির্ঝর রাজু ২৬/০৯/২০১৩
    দাদা, ব্লগে নতুন! ভুল হলে মাফ করবেন| বলি, *তুমি* চরিত্র থেকে *বাইজির সংসার*!...কেমন একটা হোচট খেলাম কবিতা প্লটে!
    তবে কবিতায় ভাবের গভীরতা বিশাল, ভাবনায় হারিয়ে যাই!
    -বিনিত
    (তবে আশা করি আমার ছাইপাস ব্লগে একটু দেখা পাবো দাদাদের)
    • গাজী তারেক আজিজ ২৬/০৯/২০১৩
      রাজু visit করুন "বাংলা কবিতা" ব্লগ
      "জলছবি বাতায়ন" "শব্দনীড়" "গল্প-কবিতা" "বন্ধুসভা"
      "প্রথম আলো ব্লগ" "আলোকিত বাংলা"
      আর সবিশেষ হালের জনপ্রিয় পোর্টাল Facebook এ পাবেন উত্তর। ধন্যবাদ। আশা করি ভালো আছেন।
      • নির্ঝর রাজু ২৬/০৯/২০১৩
        দাদা, ফেবুর লিংকটা যদি শেয়ার করতেন!
  • বিশ্বজিৎ বণিক ২৬/০৯/২০১৩
    অসাধারণ লেগেছে ।
  • মুকিত ২৬/০৯/২০১৩
    অত্যন্ত ভাল লাগলো।
  • Înšigniã Āvî ২৬/০৯/২০১৩
    অনবদ্য.......

    গভীর চেতনার প্রকাশ ।
  • ইব্রাহীম রাসেল ২৬/০৯/২০১৩
    --বরাবরই একটু ভিন্ন বিষয়ে আপনার লেখার প্রচেষ্টা। বেশ ভালো তারেক ভাই--
 
Quantcast