www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সংসার

তিন রাস্তার মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণকারী ওই ক্ষ্যাপা লোকটারও সংসার আছে,
আছে নিত্যনতুন খুনসুঁটি,
আছে প্রকৃতির সাথে পরকীয়া।

নিথর দোয়েলটারও হয়তোবা সংসার ছিল কোন একজনমে,
ইদানীং ভুলে যাওয়া বটবৃক্ষটাও প্রতিবছর ফলবতি হয়,
সংসার ছাড়া!

ময়দানে বক্তৃতা দেয়া বামনেতাও একসময় সংসারী ছিলেন।
মঞ্চ কাঁপান, রাজপথ কাঁপান
বিরোধীদের কাঁপান,
অজান্তেই কাঁপিয়ে তোলেন কোন এক নারীর মন কিংবা গোপন সুড়ঙ্গ!

অতি সংসারী হতে হতে একসময় বিচ্যুত হন,
রাজপথেই রাঙিয়ে তোলেন কোন এক বৈষ্ণবীর মন।

আশ্বিনের কুকুরের মত কারো যদি অতি সংসারী হতে ইচ্ছা হয় তবে ফি বছর অপেক্ষা কেন?
একটি রাতের জন্য হও প্রবর হও,
নয়তো মেনে নাও পরাভব।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সহিদুল হক ১৯/০৯/২০১৩
    প্রকৃত সংসার শুধুমাত্র যৌন-চাহিদা মেটানোর জন্য নয়,এটাই কবি সম্ভবত বোঝাতে চেয়েছেন।
  • Înšigniã Āvî ১৯/০৯/২০১৩
    ভাল লাগলো
  • ওয়াহিদ ১৯/০৯/২০১৩
    Kobitar Golpo Khub Valo Laglo .....
    Shuvo kamona :)
 
Quantcast