বিদ্রুপ
    আমার কিছু দুঃখ ছিল ,
আগুনে পুড়ে দগ্ধ হয়ে
এখন ছাই হয়ে উড়ছে
আকাশের মুক্ত পথে ।।
তোমরা কেউ বুঝলেনা ,
তোমরা কেউ ছিলেনা ,
আমার একলা কষ্টে আমিই পুড়ি ,
সকল বেদনা জমিয়ে একাই ঘুরি ।।
রিক্ত হাতে এখন আর প্রেম নেই
বিশুদ্ধ প্রেমিকের মৃত্যু ,
তাহার অবহেলায় ,
তোমরা কি তা দেখে আনন্দিত ।।
 
আগুনে পুড়ে দগ্ধ হয়ে
এখন ছাই হয়ে উড়ছে
আকাশের মুক্ত পথে ।।
তোমরা কেউ বুঝলেনা ,
তোমরা কেউ ছিলেনা ,
আমার একলা কষ্টে আমিই পুড়ি ,
সকল বেদনা জমিয়ে একাই ঘুরি ।।
রিক্ত হাতে এখন আর প্রেম নেই
বিশুদ্ধ প্রেমিকের মৃত্যু ,
তাহার অবহেলায় ,
তোমরা কি তা দেখে আনন্দিত ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        কে. পাল ৩০/০৩/২০১৭দারুন লাগলো
- 
        ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩০/০৩/২০১৭খুব সুন্দর। শুভেচ্ছা।
- 
        কাজী জুবেরী মোস্তাক ২৯/০৩/২০১৭না আনন্দিত না
- 
        মোঃ ইমরান হোসেন (ইমু) ২৯/০৩/২০১৭না বস, আমরাও দুঃখিত
- 
        সাদিক আল আমিন ২৯/০৩/২০১৭সুন্দর ছন্দমিল
- 
        আরিফ মুহাম্মদ ২৯/০৩/২০১৭দুঃখ গুলো আগুনে পুড়বে তার পরই বিশুদ্ধ হবে কবিতায় । ধন্যবাদ কবি।
- 
        সালাম আলী আহসান ২৯/০৩/২০১৭আমার বিয়ের আগের কবিতাগুলো মতো। একটা বিয়ে করে ফেলেন।
- 
        রাবেয়া মৌসুমী ২৯/০৩/২০১৭না না তা কখনো না ।


