www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি আসবে বলে

তুমি আসবে বলে ঘরের দক্ষিণা দুয়ার রেখেছি খোলা,
বকুলের ঘ্রাণময় বায়ুবনে মেলেছি ডানা;
পবিত্রতার তরে দেহ মেলে গঙ্গার জল করেছি ঘোলা,
সেখানেও গিয়েছি যেখানে যেতে ভীষণ মানা।
তুমি আসবে বলে সাজিয়েছি ঘর রক্ত জবা ফুলে ফুলে,
সাজিয়েছি বাসর জ্বেলেছি দীপ কত যতনে;
জমে থাকা হৃদয়ের সকল কালিমা শিকে রেখেছি তুলে,
ভালবাসার দুয়ার দিয়েছি খুলে আনমনে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৫০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ০৫/০৪/২০১৬
    সৌন্দর্যবোধ আছে আপনার লেখায়
  • পরশ ০৯/০২/২০১৬
    হায়রে ভালোবাসা
  • দ্বীপ সরকার ০৯/০২/২০১৬
    নাইস।
  • চমৎকার।
  • বাহ্!
  • পলাশ ০৮/০২/২০১৬
    মাঝে মাঝে মনে হয় সবকিছু না পাওয়াই ভালো। তবেই না এরকম অপেক্ষা আর অপেক্ষা-নিংড়ানো কিছু অনবদ্য লেখার সৃষ্টি হয় !!!!
  • দেবাশীষ দিপন ০৮/০২/২০১৬
    খুব সুন্দর ছন্দে প্রেমময় আবহ।দারুণ।।
  • হরেকৃষ্ণ দে ০৮/০২/২০১৬
    ভালোবাসার পবিত্র মন্দিরে বাজুক প্রাপ্তি ঘন্টা,পুর্নতা লাভ করুক অগামি ভ্যালেন্টাইন দিন গুলি।ভালো থাকবেন।শুভরাত্রি।
  • বাহ! দারুণ! ভালো লাগলো॥ শুভেচ্ছা কবি॥
  • ফিরোজ মানিক ০৮/০২/২০১৬
    nice
  • মাহাবুব ০৮/০২/২০১৬
    কবি বন্ধু, খোলাই রাখেন আসবে ফিরে।
    শুভেচ্ছা...
 
Quantcast