বসন্তের কবিতা
এসেছে ফালগুন,
নিয়ে গাছে গাছে নতুন ফুল।
মৌমাছিরা আসছে যাকে যাকে,
ফুল থেকে মধু সংগ্রহ করতে।
ফালগুন আর চৈত্র,
ঋতুতে আনে বৈচিত্র্য।
ষড় ঋতুর বাংলাদেশে,
বসন্ত সেজেছে আপন মনে।
বসন্তের খোলা হাওয়া,
আমার মন দেয় যে দোলা,
এতো প্রকৃতির এক আজব ছোয়া।
----- কবি
- ধ্রুবতারা মামুন।
নিয়ে গাছে গাছে নতুন ফুল।
মৌমাছিরা আসছে যাকে যাকে,
ফুল থেকে মধু সংগ্রহ করতে।
ফালগুন আর চৈত্র,
ঋতুতে আনে বৈচিত্র্য।
ষড় ঋতুর বাংলাদেশে,
বসন্ত সেজেছে আপন মনে।
বসন্তের খোলা হাওয়া,
আমার মন দেয় যে দোলা,
এতো প্রকৃতির এক আজব ছোয়া।
----- কবি
- ধ্রুবতারা মামুন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৯/০৩/২০২১অনন্য লেখনশৈলী
-
আলমগীর সরকার লিটন ০৬/০৩/২০২১চমৎকার অনেক শুভেচ্ছা রইল
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৬/০৩/২০২১খুব সুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ০৬/০৩/২০২১প্রকৃতির ছোঁয়ায় প্রাণবন্ত উপহার।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৫/০৩/২০২১এসেছে ফাগুন
মনেতে আগুণ! -
ফয়জুল মহী ০৫/০৩/২০২১চমৎকার লিখেছেন। বেশ ভালো লাগলো লেখাটি