www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নদী তোর নাম কেন নদী

নদী তোর নাম কেন নদী !
তোর বুকেতে অগাদ জলের
এমন ভারী বোঝা, কে দিল বল দিকিনি !
বইবি তো জল বয়ে নিয়ে চল
স্রোত কেন হবে ,
তটে তোর থাকবে কেন এত কিছু, তটিনি !
সব কিছু শব বানিয়ে সুখে খড়স্রোতা বুকে,
উল্লাসে তুই সাগর ডেকে রক্তপ্রপাত গর্ভে
নিমেষে নিয়ম ভাঙ্গা খেলার হিংস্র , স্রোতাম্বিনী !
নদী তোর নাম কেন নদী !
এত জল পেয়েও কি নেই তোর শান্তি
চোখের জলের শেষ ঠিকানা
কোমল বুকের কান্না, কেন হ'লি বল দিকিনি !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast