www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৃষ্টির গান

টুপটাপ ঝরা বৃষ্টির ফোটা
ঝরিছে যেন গানের সুরে
ভিজিছে ধরণী
সিক্ত তরুণী,
গাইছে বৃষ্টির গান
সুরে সুরে, ভূবন জুড়ে ।
ভেজা ভেজা মেঠো পথটি
সাক্ষী ছিল সেই বিকেলের
ভিজে একাকার
নীরব ঈশ্বর ,
পাখী গাইছে না কলতান
শুনে গান বিরহের ।
আধার কাল মেঘের মাঝে
হেরে যাওয়া সেই প্রান্তরে
শুধু যাক ঝরে
নিঝুম দুপুরে,
একা একা আনমনে
সিক্ত হওয়া অন্তরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৮/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভাল
  • স্বপ্নময় স্বপন ২৪/০৮/২০১৬
    অনবদ্য!
  • ভালো লাগলো।
 
Quantcast