www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

টুকরো কথা -২৩ (এক পৃথিবী ও তুমি)

টুকরো কথা -২৩ (এক পৃথিবী ও তুমি)
=========================@@@

এখনও তোমাকে খুঁজি
পড়ন্ত বিকেলে লকলকে দূর্বাদলে জাগা
ছটফটে ফড়িঙের মতো।
কেন জানি মনে হয়
নিশ্চয় কোন আড়াল থেকে দেখছো আমাকে,
সোনালী প্রভাতের দ্বারে
সদ্য ফোটা ঘাসফুলের স্নিগ্ধ লোচন যেচে।

অদ্ভুত এই জীবনের খেলা-
সত্যিই অদ্ভুত!
ক্ষণিক সোহাগে বক্ষ শীতল না করে
চৈত্রের যে মেঘ সব ফেলে উড়ে যায়
অনন্তের পানে -
তারে ভেবেই বিচলিত হতে বাঞ্ছা রচে
সঙ্গোপনে তারই ব্যথাধারী ভূতল।

আমি আলো-আঁধার জল-বায়ু’র অধীনস্থ
প্রকৃতি নই, মানুষ।
নিশ্চিত প্রতিটি মানুষেরই থাকে -
নিজেস্ব একটা পৃথিবী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৫/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast