www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সেকাল - একাল

সেকাল - একাল
=======================@@@

চাইলে দিয়ে ক্ষুধার ডাকে সাড়া
নিজকে কে আর করতে পারে খোঁজ,
আগের দিন ও চলতি কালের ধারা
করলে বিরোধ বুকের বাগে রোজ?

বিজলী বাতির নিত্য রঙিন ছল
কেড়েই নিলো ভাঙা কুপির খ্যাতি,
বৃদ্ধ দাদু কয় না বটের তল
বলতো বলি কোন কিচ্ছাটি নাতি!

টুং করে এক শব্দ হয়ে দ্বারে
কিনছে ম্যাসেজ ডাক বাক্সের মান,
ডুকরে বসে ইউটিউবের আড়ে
যাত্রা পালা জারি সারি গান।

চৈত্র মাসে জেগে সবুজ দেলে
ঘুড্ডি বা চঙ কত্তো খেতো ব্রেন,
সেদিন দেখি পাতলু ক’টা ছেলে
গর্বে উড়ায় রিমোট দ্বারা প্লেন।

নেট মোবাইল সবারই আজ সাথী
চাল বা মাচায় কেউ খোঁজে না সিম,
আসলে নেমে দিনের শেষে রাতি
যায় না শোনা হাট্টিমা টিম টিম।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৮/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast