www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

টুকরো কথা -৫৭ (রোহিণীর দিনকাল)

টুকরো কথা -৫৭ (রোহিণীর দিনকাল)
===========================@@@

হপ্তা গড়িয়ে গেলো -
একই ছানুল চলছে,
সংজ্ঞা হারা ভাত খেতে চায় না রোহিণী
বক বক করে মা
তবুও না।
জীবন্ত গাছে লাগা উঁই পোকার মতো
সামর্থ্যের চামড়া যখন নির্দয় ভাবে কুরে ‍কুরে কাটে
কিলবিলে ক্ষুধা -
তখন বসে।

আজ ওর অসুখ!
নিদের ঘোরে কি সব উল্টা-পাল্টা বকছে।
শিথানে দাঁড়ায়ে মাতা শুধায় -
’মা রে! তুই কি বিধাতার নামে অভিযোগ তুলছিস?’
তাকাতে পারে না রোহিণী
কণ্ঠ বিবশ হয়ে আসে
অতি কষ্টে ওষ্ঠাধর মেলে শুধু জবাব দেয় -
’না গো মা!
আমি তো তাকে বলতেই চেয়েছিলাম -
ছালুনটা একবার চেখে দেখবে না প্রাণেশ্বর!’
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১১/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast