www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনেক খুঁজেছি তারে ও রজনীর শশী (দুইটি অণু)

অনেক খুঁজেছি তারে ও রজনীর শশী (দুইটি অণু)
==========================@@@

অনেক খুঁজেছি তারে সময়ের ক্রোড়ে
আনবো ফিরিয়ে ভেবে এ’ হৃদয়ে বাঁধা ছিলো পণ -
বিধ্বস্ত বিশ্বাস আজ ভুলে গেছে নিজেরই ওজন!

না পেয়ে চেনা সে’ সুর আপনার মান
সুদূরে থেমেছে ক্ষোভে সকাতরে বারোটার মেল,
হেরেছে মায়াবী বাট পাথরের ঘাতে
অধুনা মাঠের বুকে ক্ষয়ে ক্ষয়ে সোনালী বিকেল!

তবুও অজানা কথা জানবার আশে
কেন এ’ হৃদয় ঘুরে না দেখেও কূল?
পাবো না জবাব জানি এ’ জনমে আর
যতোই ঝরুক হয়ে সমব্যথী শেফালী বকুল!

(২) রজনীর শশী

কখনো বলে না শশী ভীরু অভিলাষ
কি জানি জ্যোৎস্না তার রচে কি না বিরহী কেতন!
দেখি তো খুশিই ঢালে রজনীর বুকে
এভাবে রাখে কি চেপে খুব বেশী হৃদের বেদন?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৪/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast