www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

টুকরো কথা -৩৯ (একদিন অবশেষে)

টুকরো কথা -৩৯ (একদিন অবশেষে)
===========================@@@

একটুও পারি না আজ
চিলের সোনালী ডানা থেকে ঠিকরে পড়া
রৌদ্র দিয়ে সাজাতে গড়িমসি বিকেল!

এক পশলা বৃষ্টির শেষে
ডাঁশা পেয়ারার গা বেয়ে চুইয়ে নামা -
স্বচ্ছ বিন্দু ধরতে গেলেও অন্তর হয়ে ওঠে
নির্বাক শালিক!

পাকুড়ের ঘাড়ে নিয়মিত থামলেও সুরুজ
আনত বদন দেখে মনে হয়
ধর্ষিত নারীর অভিমান!

সখ্যতা না থাকলেও এ’ দৃশ্যগুলোই জানি
দিবেই একদিন গড়ে হাটুরে ব্যস্ততা,
যা বাধ্য করবে -
গারদের ফুটো দিয়ে আসা ভোরের আলোয়
সিংহাসন চ্যুত সম্রাটের তুষ্টি বক্ষে ধারণ করে
ফড়িঙের মতো বসতে ঘাসে, অবশেষে
আর ঠিক তখনই নিশ্চয় -
খুরের তলায় পিষে
মালিকের ডাকে সাড়া দিতে ছুটে যাবে এক
ছটফটে বাছুর,
সিঞ্চিত গোধূলির পথে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৭/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast