www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বন্দী৬৬৬

বন্দী আমি নিজের কাছে
বন্দী আপন ঘরে
করোনাতো দুদিন আছে
আগেই বন্দী স্বরে ।
কেউ থাকেনা কাছে
তবু আত্মীয় সবাই
কেউ ডাকেনা ভাই
পাছে কিছু চায় ।
আজ এসেছে করোনা
ছোঁয়াছুঁয়ি মানা তাই
দেখছি তার কত ছলনা
রোজ রোজ রূপ পাল্টায় ।
তবে করোনার বন্দীদশা
হল ক্ষণস্থায়ী আসা টিকায়
আমার ভীতু বন্দীদশা
হল চিরস্থায়ী ভাই ।
কেমন ক’রে বলি বল
বোবা সাজি তাই
এম্নি করেই স্বর্গে চল
বন্দী ঘরের সবাই ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast