www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দীপাবলী

চন্দ্রহারা দিনেও পথহারা পথিক পায়
নক্ষত্রের আলোর মত তোমার শোভা
তাই তোমার অমানিশির রাত দেখায়
যেন দিন ,আয তা বড় মনোলোভা ।
তবে মনে যদি পেয়ে থাকে আঁধার ঠাঁই
তখন এ দীপালী জেনো বৃথায় যায় ;
তাই বলি মনের আলো জ্বালাও আগে
তবেই দেখো দীপালী সার্থক লাগে
নইলে এলে সহস্র দেওয়য়ালীর রাত
কখনো ফিরবে না দেখো আঁধার বরাত ।
তাই মনের আলোটা জ্বালাও ভাই
তারপর এসো সবে দীপালী মানায় ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast