www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শ্রাবণে প্রয়াণে

শ্রাবণে প্রয়াণে ঃ বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়
না না না কেঁদনা ,না কেঁদনা তুমি
সর্বহারা দুঃখ নিয়ে ঝরিয়ো না জল ,
বক্ষমাঝ রাখ শুধু অনন্ত কৌতুহল ,
যে গেছে সে আসবে আবার ফিরে ,
স্মৃতির পথে হাঁটবে ধীরে ধীরে ,
এই মাটিকে আবার যাবে চূমি ৷
নানা কেঁদনা ,না কেঁদনা তুমি ,
প্রিয়হারা ব্যথা আর রেখনা মনে ,
কোন সুখস্মৃতি রেখনা গোপনে ,
তার যত কথা আছে ,যত গান আছে ,
তা শুধু তুলে ধরো সকলের কাছে,
কোন সুসন্তান শোকেকাঁদেনা জন্মভূমি ৷ ৷
না না আরকেঁদনা ,আর কেঁদনা তুমি ,
এদিনে জানি হারিহেছি একট সতেজ প্রাণ ,
কিন্তু জীবন তুচ্ছ অতি ,অমূল্য তার দান ,
তাইতো জীবন এগিয়ে চলে মরণকে চূমি,
দুঃছ তো আসলে সুখেরই পটভূমি ,
তাই সুসন্তান শোকে কাঁদেনা জন্মভূমি ৷
না না তাইকেঁদনা ,আর খেঁদনা তুমি ,
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast