www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাইশে শ্রাবণে রবির স্মরণে

হে কবিগুরু, কবিশ্রেষ্ঠ
দেশ ও জাতির আশা আকাঙ্ক্ষার
প্রতীক ! সুপ্তিমগ্ন জাতির
সৃষ্টিমুখর উল্লাসের গান।

হে, মনুষ্যত্বের চির উন্নত শির
হে কবি ! তোমায় প্রনাম।

তুমি বিশ্বকবি! নবজীবনের সাধনার
তপোবন, সৃষ্টি-প্রাচুর্যেভরা
কাব্যের "সোনার তরী"
প্রেম-প্রকৃতি-সৌন্দর্যের বাঁধনহারা
কবি ! তোমায় প্রনাম।

হে,বিরল ব্যক্তিত্ব ! জাতীয় কন্ঠে
গণসঙ্গীত ! দেশ ও জাতির মহাতীর্থ
অফুরান ঐশ্বর্যের খনি
কবি ! তোমায় প্রনাম।

হে মানবতার সাধক
দুঃখী অবমানিতের পরম
হিতৈষী ! আধুনিক বিশ্বের
হে, নব তীর্থভূমি
কবি,তোমায় প্রনাম।

কবি তুমি শুধু বহিরঙ্গ
রুপের প্রার্থী নও
তুমি ছিলে অন্তরঙ্গ স্বরুপের প্রত্যাশীও।

তোমার কাব্য সৃষ্টির প্রাচুর্যতায়
চিত্রকরের তুলি করে স্বপ্নময় ।
দার্শনিক খুঁজে পান
জীবনের অতলান্ত রহস্যময়তা,
আর সঙ্গীত সাধক করেন
সুরের মায়াজালে বাঙ্ময় ।

উনবিংশ শতাব্দীর উযার লগনে
হে একেশ্বর সূর্য !
হে তিমির-বিদারী জ্যােতির্ময় !
আলোর দিশারী, তুমিই দাও
স্বপ্নমদির কাব্যকূজন আর
স্বপ্নময় অমরাবতীর সন্ধান।

প্রয়াণ দিবসে স্মরি....
হে বিশ্ববন্দিত কবি !
মৃত্যুর মঞ্জরিতেও বিকশিত ! অমলিন,
সৃষ্টি সুখের উল্লাসে,কৃতজ্ঞতায়
লোহ মোর শতকোটি প্রনাম।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast