www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নৈতিকতার-স্খলন

দলবদলের খেলায় আজি রাজনীতিকরা মও,
কামিয়ে খাওয়ার রাজনীতি,আদর্শরা স্তব্ধ।
মরছে কৃষক,মরছে শ্রমিক,নেতার তাতে কী?
মাইক হাতে,পাউডার মেখে,গরম ভাষণ মেরেছি।
মুখে সবার বিপ্লববাদ, জার্সি বদল ঘটছে,
এটাই নব-গণতন্ত্র , ভোটপর্ব চলছে।
পরাধীনকালে দেশের জন্য আমরা জীবন দিয়েছি,
নেতাজী,গান্ধী আদর্শে মোরা ইংরেজদের তাড়িয়েছি।
স্বাধীন ভারতের রাজনীতিতে পদস্খলন ঘটেছে
আদর্শকে চিতায় তুলে, নৈতিকতা জ্বলেছে।
বয়স আমার শত ছুঁই ছুঁই,অনাহারে দিন কাটাচ্ছি
আমি একজন স্বাধীনতা সংগ্রামী, অশ্রুজলে হৃদয় ভাসাচ্ছি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast