www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সাধুবাবা

সুশান্ত তখন মেস ম্যানেজার। ২৪ জনের মেস।রান্নার লোক দু’জন। একজন কুক আর একজন তার হেল্পার।আর একজন বাসন ধোয়ার মাসি।এই হ’ল মেসের সংসার।এক সকালে বাজার যাওয়ার আগে কুকের হেল্পার অনাথ এসেছে সুশান্তের রুমে গত দিনের বাজারের হিসেব দিতে।তার রুমে অনাথ প্রায়ই আসে হিসেব –নিকেশের ব্যাপার নিয়ে।একটা রুমে সুশান্ত তখন একাই থাকত এবং সেই রুমটিকে যথাসম্ভব সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করত।হিসেব দিতে দিতে সুশান্তের টেবিলের কাছে দেওয়ালে যে ইংরেজি বছরের ক্যালেন্ডারটি ছিল তার দিকে তাকিয়ে অনাথ বলল -‘সাধুবাবার ক্যালেন্ডারটা কোথায় জোগাড় করলেন?’ক্যালেন্ডারে এক বিশ্ববিখ্যাত মানুষের প্রতিকৃতি ছিল যার সাধুবাবার মত মুখ ভর্তি দাড়িএবং ব্যাকগ্রাউন্ডটা গেরুয়া রঙের।সুশান্ত অনাথের কথা শুনে কিছুক্ষণ কথা বলতে পারেনি,কী উত্তর দেবে ভাবছিল। তারপর বলল –‘তুমি চেন না সাধুবাবাকে?’ অনাথ নিশ্চুপ।সুশান্ত বলে-‘সাধুবাবার নাম রবীন্দ্রনাথ।’ লেখাপড়া না জানা অনাথ রবীন্দ্রনাথকে চেনে না জেনে সুশান্ত কিছুটা অবাক হলেও পরে ভেবে দেখেছে অবাক হওয়ার কিছু নেই।অনাথের সেদিনের কথা এতদিন পরেও সুশান্ত অবাক বিস্ময়ে ভাবে আর মনে মনে বলে অনাথ তার চোখ খুলে দিয়েছে।ভালবাসার এই মানুষটির অনেকগুলি সত্তার কথা জানা থাকলেও এভাবে সে ভাবেনি কখনও ।রবীন্দ্রনাথ প্রকৃত অর্থেই ‘সাধুবাবা’ যা হয়তো কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না, অনুভব করতে হয় । এই একটি শব্দেই হয়তো তাঁর সামগ্রিক সত্তার অনেকটাই ধরা যায়।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৭৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Riktam Ghosh ০২/১২/২০১৭
    khub sundar
  • ফয়জুল মহী ২৯/১১/২০১৭
    পরিপাটি প্রশংসনীয় একটা লেখনী।
  • ছোট ... কিন্তু 'সাধুবাবা' নিয়ে ভারি মজা । এ ব্যাপারে মনে পড়ে গেল কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে তখনকার সহ নির্দেশক পঙ্কজ সাহার এক সাক্ষাৎকারের কথা । বেশ কয়েক বছর আগের ঘটনা । রবি ঠাকুরের জন্মদিনে কলকাতায় চলার পথে বিভিন্ন সাধারণ মানুষের সাথে তিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন । বিষয় ছিল তারা রবীন্দ্রনাথকে চেনে কিনা এবং চিনলে কিভাবে চেনে । বেশ কয়েজনের সাথে কথা বলার পর তিনি রাস্তায় বসে থাকা এক সাধুবাবাকে রবি ঠাকুর সম্পর্কে জিজ্ঞাসা করলেন - "আপনি রবীন্দ্রনাথের নাম শুনেছেন"? রাস্তায় বসে থাকা সাধুবাবা বলল - "হ্যাঁ শুনেছি"। পঙ্কজ বাবু বললেন - "বলুন তো উনি কেমন লোক ছিলেন ?" সাধুবাবা বলল - "উনি খুব ভালো লোক ছিলেন । উনি একটু সাধু প্রকৃতির ছিলেন ।"
  • সোলাইমান ২৫/১১/২০১৭
    এখনো মান্ধাতা প্রথা,
    সাধারন লিখে গেলেন।
    এই মানবতার কবিতা পাঠ করে দারুন মুগ্ধ হলাম।
  • ভালো লাগলো।
 
Quantcast