www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চাষের মীথ

ধান পেকেছে, কান পেকেছে, পেকেছে চুল দাড়ি
প্রতি বছর আবাদ হচ্ছে, ফসল কাঁড়ি কাঁড়ি
গোলা ভরছে খালিও হচ্ছে ভাগ্যটা ঘুরছে না
বীছন, অষুধ, সেচের পরে লাভটা আর থাকে না।

ধানের মূল্য মূলার নিচে, কত বলতে পারো?
মূলা যখন তিরিশ টাকা ধানের কেজি তেরো
ফসল দিয়ে মাঠ ভরেছে চাষার তাতে কি?
লাভ পাবে অই খাদ্য বিভাগ, মিলার ফড়িয়াজি

মিলার পাবে ত্রিগুণ টাকা কৃষক যত পাবে
ফসল যারা ফলালো এই পিঠের ঘামের সাথে
সেই টাকাতে কাঁদে মিলার শোনায় ক্ষতির গীত
শুনে কৃষক নির্বাক ভোলে চাষের গোপন মীথ।

যে ফলাবে সে পাবে না, পাবে অন্য জনে
কৃষক চাষী যুগে যুগে এই গল্পই শোনে
হালে কয়েক বছর ছিল সে গল্পটা মিছে
সেটা ছিল বিষম ভুল তাই জলদি শুধরে নিছে ।

আরশাদ:alien: অপর সময়
২৮ নভেম্বর ২০১৫:মোহন শয্যা: শয়ন কক্ষ:ঢাকা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ঐশ্বরিক হিমা ২৯/১১/২০১৫
    চিন্তাধারার প্রশংসা না করে পারলাম না :) বেশ হয়েছে :)
  • খুব সুন্দর লিখেছেন।
  • Nice
 
Quantcast