www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ব্যস আর কী

চলো আজ কিনবো স্বাধীনতা
আকাশের যখন যা খুশি রঙে
নিজেকে বদলে নেওয়ার
মর্জির স্বাধীনতা
ব্যস আর কী !
চলো একটু পাহাড়ের বুকে দাঁড়াই
আকাশে উদাস হাত ধরে ,
চিৎকার করে নিজেকে জাগাই
তোমাকে কীভাবে বলব -
কোনদিন আকাশ দেখিনি
হাইব্রিড আধুনিক ফ্ল্যাটের ছাদে
হাস্নুহানা ফুলের হাইব্রিড গন্ধ ,
উড়ে এসে জুড়ে বসা প্রজাপতিটা
বিক্ষিপ্ত যন্ত্রণার ফাঁদে ।
নিরুত্তর হৃদয় ...
সেনসাস গ্রাফ বলছে ,
আমি আর সংখ্যালঘুদের দলে নই
বাজারে অনেক ক্রেতা - একে অপরের মুখোমুখি ।
আবার ঋতু বদলালে , তুমি জেনে রেখো ,
বসন্তের পাতাঝড়া মাঠে মাথা রেখে
সারারাত নীরবে ঘুমোব ।
সোনাঝরা বসন্তের সকালে , হলুদ পাতার ভিড়ে ,
আমি হারিয়ে যাব ।
উফ ! ফাঁকা শূন্য হাওয়া , আমার বুকের কাছে বড় চাপ
নিরিবিলি একা গভীর আর গভীর -
ঘুমে তলিয়ে যেতে দাও ...
আমাকে উজাগর করো না !
নয়তো মানুষ বলবে -
লোকটা নিতান্তই পাগল ছিল , ব্যস আর কী !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবি মোঃ ইকবাল ২৪/০৭/২০১৪
    অসাধারন লিখনী। বেশ ভালো লাগলো।
    • অপূর্ব দেব ২৫/০৭/২০১৪
      ধন্যবাদ
 
Quantcast