www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিকষিত হেম

আমি, খাদে ভরা অপরিশোধিত হেম।
আমার অবস্থান মৃত্তিকা গর্ভে খনিতে।
মণিকারের হস্তে রাসায়নিক
অম্ল-অনলে নিকষিত, ঝলসানো ঝলমল।
আমি যখন জেওর, শোকেসের কঠিন
কাচের দেওয়ালে রক্ষিত রক্ষণ।
আমি নিকষিত হেম।
রূপকারের রুপায়িত রুপান্তর।
যদিও ধনি বিলাসিনীর বক্ষে অবস্থিত আবাসন।
আমি অনাথিনী অবলার বক্ষে শেল,
কন্টকবিদ্ধ যন্ত্রনা, অধরা! ধরা ছোঁয়ার বাইরে।
আমি, উচ্চবৃত্ত রমনীর শোভা বর্ধনকারী,
আমি পুস্পিত কাননের
উজ্জ্বল আভায় দ্বীপ্যমান দীপমালা।
আমি লাস্যময়ীর বিলাস, ব্যাসন,
হাজার মনোমুগ্ধের মনোহারিণী।
চাচর-চিকুর, কুঞ্চিত কুন্তলের মাঝে
দোলায়িত দোদ্দুল্যমান।
আমি, রুনুঝুনু নুপুরের সুর মুর্ছনা।
প্রেয়সীর খোঁপায় দোলানো তারার ফুল।
আমি পেলব হস্তের কঙ্কন বলয় এর
রিনিঝিনি মধুর স্পন্দন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ২৮/০২/২০১৫
    ভালো লেখা কবি ।
  • সবুজ আহমেদ কক্স ২৫/০২/২০১৫
    দারুন .....................।২
  • রক্তিম ২৫/০২/২০১৫
    বেশ বেশ সুন্দর এই কবিতা। সোনার মত ছটা কবিতার প্রতি লাইনে। ভাল।
  • ভাল লেখা।
  • আসরে প্রথম লেখা। অত্যন্ত চমৎকার হয়েছে। আসরে আপনাকে সু-স্বাগতম। আরো সুন্দর সুন্দর লেখা আশা করছি। চালিয়ে যান।
 
Quantcast