অনেক দূরের ভুল বুঝাবুঝি
হাতে হাতে কি যে বদল হলো,
হঠাৎ দেখার সমীরনে
অনেক দূরের ভুল বুঝাবুঝি
ছলনা ছাড়াই আবেগ নিয়ে
কাছে এলো সেই সময়ের।
আড়ালের অন্য পাড়ে
ফেলে যাওয়া সুবাস
থাকে পড়ে,
কুড়িয়ে পাওয়ার দিনই
কাছে আসার দিন।
সন্ধ্যার আগেই কোথাও
রাত্রির চেয়েও গাঢ় নিবিড়
ছোঁয়াছুঁয়ি সব আছে।
অপেক্ষায় আছে,
অদেখা আবেগের কাছে।
কোনো এক অচেনা দ্বিপ্রহরে
একাকী নয় কেউই।
মনেরও দু'হাত আছে খোলা।
এই যে সময়,
এই যে তোমার আমার
আসা যাওয়ার স্পর্শে স্পর্শে
ভাসানো এই ভেলা।
সাঁঝের আকাশে
ভোরের মেঘের মেলা।
অনেক কাছের ভুল বুঝাবুঝি
ছলনা করেই দূরে গেলো।
হাতে হাতে কি যে বদল হলো।
হঠাৎ দেখার সমীরনে
অনেক দূরের ভুল বুঝাবুঝি
ছলনা ছাড়াই আবেগ নিয়ে
কাছে এলো সেই সময়ের।
আড়ালের অন্য পাড়ে
ফেলে যাওয়া সুবাস
থাকে পড়ে,
কুড়িয়ে পাওয়ার দিনই
কাছে আসার দিন।
সন্ধ্যার আগেই কোথাও
রাত্রির চেয়েও গাঢ় নিবিড়
ছোঁয়াছুঁয়ি সব আছে।
অপেক্ষায় আছে,
অদেখা আবেগের কাছে।
কোনো এক অচেনা দ্বিপ্রহরে
একাকী নয় কেউই।
মনেরও দু'হাত আছে খোলা।
এই যে সময়,
এই যে তোমার আমার
আসা যাওয়ার স্পর্শে স্পর্শে
ভাসানো এই ভেলা।
সাঁঝের আকাশে
ভোরের মেঘের মেলা।
অনেক কাছের ভুল বুঝাবুঝি
ছলনা করেই দূরে গেলো।
হাতে হাতে কি যে বদল হলো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৮/১০/২০২৫nice post
-
ফয়জুল মহী ০৬/১০/২০২৫অত্যন্ত সুন্দর লিখেছেন