বিকর্ষণের এপার ওপার
বিকর্ষণের মতো করেও
আকর্ষণ করা যায়,
অনুভব করা যায়
দৃষ্টির কোনায় কোনায়
ভর করে থাকা
প্রায় ভুলে যাওয়া
স্মৃতিদের মতো রূপকথাকে।
মনে মনে মনের কথাই চলে
অন্যরকম কানাকানির হিসেবে।
আধো বলা সে কথার
লুকোনো মানেরা ভোলে
জমে থাকা অভিমান যতো।
অনেকটা তোমারি মতো।
আকর্ষণ করা যায়,
অনুভব করা যায়
দৃষ্টির কোনায় কোনায়
ভর করে থাকা
প্রায় ভুলে যাওয়া
স্মৃতিদের মতো রূপকথাকে।
মনে মনে মনের কথাই চলে
অন্যরকম কানাকানির হিসেবে।
আধো বলা সে কথার
লুকোনো মানেরা ভোলে
জমে থাকা অভিমান যতো।
অনেকটা তোমারি মতো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১১/০৯/২০২৫বেশ
-
ফয়জুল মহী ১১/০৯/২০২৫অসাধারণ লিখেছেন