ভয়ে ভয়ে আঁখির কাব্য
ভয়ে ভরা আঁখি দুটি
ভালোবাসা নিলো টুটি।
আঁখি দুটি ভয়ে ভরা
প্রণয় সব দিশেহারা।
দুটি আঁখি ভরা ভয়ে
কিছু প্রেম, কিছু বিরহে।
ভরা ভয়ে দুটি আঁখি
ফিরে চায়, যায় ডাকি।
ফের দেখা হবে নাকি?
ভালোবাসা নিলো টুটি।
আঁখি দুটি ভয়ে ভরা
প্রণয় সব দিশেহারা।
দুটি আঁখি ভরা ভয়ে
কিছু প্রেম, কিছু বিরহে।
ভরা ভয়ে দুটি আঁখি
ফিরে চায়, যায় ডাকি।
ফের দেখা হবে নাকি?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৯/০৮/২০২৫চমৎকার অনুপম কাব্য