আধ-ভোলা সময় কিছু আনা
যদি রাত্রি আসে নেমে
হৃদয়ের কোনায় রাখা
অলস কোন দুপুরেই,
যদি চলে যাবার সময় আসে
ফিরে চাওয়ায় থেমে থেমে।
যদি অবাক হতে হয়
খুঁজে পেতে তোমার ঠিকানা,
খুঁজে ফিরো লেখা চিঠির
না-লেখা পাতায়।
অনেক দূর থেকে
দ্বিধাহীন আবেগ তার আনা।
যদি রাত্রি আসে নেমে
আয়োজন যায় থেমে,
এখানে এভাবে এখুনি।
ভুলে যাবার অভিনয়
মেলাবে সেই আধারেই
স্মৃতির ডুব সাঁতারে নেমে।
যা কিছু গোপন
সবই তোমার-আমার জানা।
অনেক দূর থেকে
আধ-ভোলা সময় কিছু আনা।
হৃদয়ের কোনায় রাখা
অলস কোন দুপুরেই,
যদি চলে যাবার সময় আসে
ফিরে চাওয়ায় থেমে থেমে।
যদি অবাক হতে হয়
খুঁজে পেতে তোমার ঠিকানা,
খুঁজে ফিরো লেখা চিঠির
না-লেখা পাতায়।
অনেক দূর থেকে
দ্বিধাহীন আবেগ তার আনা।
যদি রাত্রি আসে নেমে
আয়োজন যায় থেমে,
এখানে এভাবে এখুনি।
ভুলে যাবার অভিনয়
মেলাবে সেই আধারেই
স্মৃতির ডুব সাঁতারে নেমে।
যা কিছু গোপন
সবই তোমার-আমার জানা।
অনেক দূর থেকে
আধ-ভোলা সময় কিছু আনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল্লাহসাকি ২৯/০৭/২০২৫সত্যি! বলার ভাষা নেই। অসাধারণ...
-
তালাল উদ্দিন ২৯/০৭/২০২৫চমৎকার সৃজন।
-
ফয়জুল মহী ২৮/০৭/২০২৫অনন্য সুন্দর
-
জে এস এম অনিক ২৮/০৭/২০২৫অসাধারণ