খুব স্পষ্ট সেই থমকে যাওয়া
বাতাসে বাতাসে ভালোবাসাতেও
থমকে যাওয়া আছে এক।
কয়েক মুহূর্ত সময়ের আয়নায়
ভালো লাগা এক বই পড়ার মতো।
চোখের তারায় তারায় বিস্ময়,
লুকোনো নেই কিছুই।
খুব স্বচ্ছ সেই কাছে আসা,
খুব স্পষ্ট সেই থমকে যাওয়া।
কোথাও কিছু ভুলে যাওয়া হলো।
কিছু কিছু ভুলে যাওয়া
এক ধরণের মনে রাখার মতোই।
কিছু কিছু চাহনি খুব মনে থাকে,
মনে মনেই থাকে।
কিছুটা আমার মনে, বাকিটা তোমার।
নাকি কিছুটা তোমার মনে,
বাকিটা আমার?
আবারো সেই থমকে যাওয়া
প্রশ্নের আগের উত্তরের মতো।
বাতাসে বাতাসে লেগে থাকা
ভালোবাসার মতো।
ঝড়ের মতো, প্লাবনের মতো।
আবেগে বেড়ে উঠার মতো,
পরিণত হাত বাড়ানোর মতো।
বাতাসে বাতাসে ভালোবাসায়
আবারো অচেনা এক যাত্রা হবে।
চেনা হবে মুহূর্তদের।
তবু চোখের তারায় তারায় বিস্ময়
ঠিক রয়েই যাবে।
থমকে যাওয়া আছে এক।
কয়েক মুহূর্ত সময়ের আয়নায়
ভালো লাগা এক বই পড়ার মতো।
চোখের তারায় তারায় বিস্ময়,
লুকোনো নেই কিছুই।
খুব স্বচ্ছ সেই কাছে আসা,
খুব স্পষ্ট সেই থমকে যাওয়া।
কোথাও কিছু ভুলে যাওয়া হলো।
কিছু কিছু ভুলে যাওয়া
এক ধরণের মনে রাখার মতোই।
কিছু কিছু চাহনি খুব মনে থাকে,
মনে মনেই থাকে।
কিছুটা আমার মনে, বাকিটা তোমার।
নাকি কিছুটা তোমার মনে,
বাকিটা আমার?
আবারো সেই থমকে যাওয়া
প্রশ্নের আগের উত্তরের মতো।
বাতাসে বাতাসে লেগে থাকা
ভালোবাসার মতো।
ঝড়ের মতো, প্লাবনের মতো।
আবেগে বেড়ে উঠার মতো,
পরিণত হাত বাড়ানোর মতো।
বাতাসে বাতাসে ভালোবাসায়
আবারো অচেনা এক যাত্রা হবে।
চেনা হবে মুহূর্তদের।
তবু চোখের তারায় তারায় বিস্ময়
ঠিক রয়েই যাবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২১/০৭/২০২৫অসাধারণ লিখেছেন