আধো প্রেমের কবিতা
আধো স্বপ্নের প্রহরে
ঐ শহরে
আর মনের এই শহরে
দূরে দূরে থেকেই
সুবাতাসে ভরপুর
এই পড়ন্ত দুপুর
কি প্রয়োজন বিকেল
কিংবা সন্ধ্যা হবার?
কালচে মেঘের
হারিয়ে যাওয়া স্মৃতির মতো
রাত্রির আয়োজন
অকারণ প্রয়োজনে
তোমার দুচোখে।
আমার আধো স্বপ্নে
তোমার পুরো দুচোখেই।
ঐ শহরে
আর মনের এই শহরে
দূরে দূরে থেকেই
সুবাতাসে ভরপুর
এই পড়ন্ত দুপুর
কি প্রয়োজন বিকেল
কিংবা সন্ধ্যা হবার?
কালচে মেঘের
হারিয়ে যাওয়া স্মৃতির মতো
রাত্রির আয়োজন
অকারণ প্রয়োজনে
তোমার দুচোখে।
আমার আধো স্বপ্নে
তোমার পুরো দুচোখেই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/০৭/২০২৫চমৎকার
-
মোঃ আবিদ হাসান রাজন ০৬/০৭/২০২৫চমৎকার
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৬/০৭/২০২৫নাইস